Site icon Jamuna Television

চীনের কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্ক ভালো হচ্ছে: ফখরুল

ফাইল ছবি

চীনের কমিউনিস্ট পার্টির সাথে নতুন করে সম্পর্ক ভালো হচ্ছে, আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৬ এপ্রিল) গুলশানে চীনের কমিউনিস্ট পার্টির পেং জিউবান এর নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের ৮ সদস্যের প্রতিনিধি দলের সাথে বিএনপির বৈঠক শেষে একথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান ফ্যাসিস্টের আমলে ১৫ বছর চীনা কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্ক ভালো রাখা সম্ভব হয়নি।

বাংলাদেশের নির্বাচন নিয়ে দুই পক্ষের আলোচনা হলেও, চীনের কমিউনিস্ট পার্টি এ বিষয়ে জনগণের উপর আস্থা রাখতে চায় বলে জানান চীনা রাষ্ট্রদূত।

শুক্রবার বাংলাদেশ সফরে আসে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দল। সফরের দ্বিতীয় দিন শনিবার দিনভর বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করে তারা।

/এএস

Exit mobile version