Site icon Jamuna Television

যা আছে বিএনপির নির্বাচনী ইশতেহারে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার প্রকাশ করেছে দেশের প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে এক সংবাদ সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইশতেহারের সূচনা বক্তব্যে ফখরুল বলেন, দেশে আঞ্চলিক ও শ্রেণি বৈষম্য ভয়ঙ্কর রূপ ধারণ করছে। দারিদ্র্য হ্রাসের হার কমেছে। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে।
তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশে ফিরতে পারছেন না। আপনারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠার জন্য আপনাদের মূল্যবান সমর্থন প্রদান করবেন।

তিনি আরো বলেন, নির্বাচনে জয়লাভ করলে সকলের ঐক্যমত, অন্তর্ভূক্তি এবং প্রতিহিংসাহীন ভাবে রাষ্ট্র পরিচালনা করা হবে।

এর পরেই তিনি বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

বিএনপির নির্বাচনী ইশতেহার হলো-

Exit mobile version