Site icon Jamuna Television

প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেতকিন। গতকাল শনিবার (২৬ এপ্রিল) রোমের একটি হোটেলে তাদের মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় তারা দুই দেশের পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে ঢাকা ও মারকোসুরভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা নিয়ে আলোচনা করেন তারা।

এছাড়াও, ড. মুহাম্মদ ইউনূস ও মন্ত্রী লুবেতকিন যৌথভাবে তরুণদের বিনিয়োগে সম্পৃক্ত করা এবং সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি থ্রি-জিরো অর্জনে নিজেদের মধ্যে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ, ভ্যাটিকানে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম এবং ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক।

উল্লেখ্য, গতকাল শনিবার প্রধান উপদেষ্টা ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের আগে ও পরে প্রধান উপদেষ্টা বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

/আরএইচ

Exit mobile version