Site icon Jamuna Television

ইসরায়েলি সেনাবাহিনীতে সৈন্য সংকট

সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সতর্ক করে বলেছেন, গত দেড় বছর ধরে গাজা, পশ্চিম তীর, জর্ডান ভ্যালি, লেবানন, সিরিয়া ও সিনাইয়ে চলমান যুদ্ধের কারণে ইসরায়েলি সেনাবাহিনীতে তীব্র সৈন্য সংকট দেয়া দিয়েছে। রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে নাফতালি বেনেট বলেন, ‘আমাদের কখনও এতোগুলো সীমান্ত সামলাতে হয়নি। বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীতে ২০ হাজার সৈন্যের ঘাটতি রয়েছে। ক্রমশ এই সঙ্কট আরও প্রকট হচ্ছে’।

বেনেট ক্ষমতাসীন সরকারের প্রতি আহ্বান জানান, অতি-অর্থোডক্স হরেদি (যারা কঠোরভাবে ইহুদি ধর্মীয় আইন পালন করে) ইহুদিদের সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে উৎসাহিত করতে হবে। সেই সাথে, বেতনের পাশাপাশি আরও সবিধা দিতে হবে। এমনটি হলে অন্যান্য রিজার্ভ সৈন্যদের ওপর চাপ কমাতে সাহায্য করবে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে, ইসরায়েলের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে অতি-অর্থোডক্স পুরুষদের সেনাবাহিনীতে নিয়োগ বাধ্যতামূলক। ঐতিহাসিক রায়ে সিদ্ধান্ত নেয়া হয় যে দীর্ঘদিনের পুরনো প্রথা বাতিল করা হয়েছে, যার অধীনে ইহুদি ধর্মীয় শিক্ষার্থীরা সামরিক নিয়োগ থেকে অব্যাহতি পেত।

এই রায়ের পরিপ্রেক্ষিতে ইসরায়েলি সেনাবাহিনী ৩৩৮ জন অতি-অর্থোডক্স ইহুদিকে নিয়োগ দেয়া হয়েছে। তবে, এখনও হরেদি পুরুষরা সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রে অনিচ্ছুক। তাই ইসরায়েলি সামরিক বাহিনীতে দেখা দিয়েছে সেনা সঙ্কট।

/এআই

Exit mobile version