Site icon Jamuna Television

মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের টাকা ফেরত ও দোষীদের বিরুদ্ধে নেয়া পদক্ষেপ জানতে চায় হাইকোর্ট

ফাইল ছবি।

মালয়েশিয়া যেতে না পারা ১৭ হাজার ৭৭৭ জনের টাকা ফেরত দেয়া এবং দোষীদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা বা কী পদক্ষেপ গ্রহন করা হলো তা ২৭ আগস্টের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২৭ এপ্রিল) বিচারপতি ফাহমিদা কাদের ও মুবিনা হকের বেঞ্চ এ আদেশ দেন।

এদিন সকালে মালয়েশিয়াকাণ্ডের রিপোর্ট হাইকোর্টে দাখিল করে প্রবাসী কল্যান মন্ত্রনালয়। রিপোর্টে ১৭ হাজার ৭৭৭ জন কর্মী মালয়েশিয়ায় না যেতে পারা রিক্রুটিং এজেন্সিকে দায়ী করা হয়।

এর আগে মালয়েশিয়ায় ২০ হাজার শ্রমিক যেতে না পারার ঘটনায় রিট করেন আইনজীবী তানভীর আহমেদ। প্রতিবেদনে দাবি করা হয়, যেসব কর্মী সব টাকা পরিশোধ এবং ভিসা পাওয়ার পরও যেতে পারেনি তার সব দায় রিক্রুটিং এজেন্সীগুলোর। তারা ভুক্তভোগীদের সব টাকা ফেরত দিতে বাধ্য।

তবে, এরই মধ্যে এজেন্সিগুলো কোনো ক্ষতিপূরণ দিয়েছে কিনা কিংবা দিলে কত শতাংশ সেসবের কোনো তথ্য প্রতিবেদনে না থাকায় আগামী ২৭ আগস্ট পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বেঞ্চ।

উল্লেখ্য, গত বছর মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির খবর সামনে আনে গণমাধ্যম। সেখানে বলা হয় তৎকালীন সরকারের প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ত্রিশ হাজার শ্রমিকের জীবন নষ্ট করে ২০ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র।

/এমএইচ

Exit mobile version