নির্বাচন কমিশন সচিবালয়ে ২০১৯ সালের ডাটা এন্ট্রি পদের লিখিত পরীক্ষা দ্রুত অনুষ্ঠিত করার দাবি জানিয়েছে পরীক্ষার্থীরা।
রোববার (২৭ এপ্রিল) সকালে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান তারা।
আন্দোলনকারীরা বলেন, ২০২৩ সালে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ২০২৪ সালে ফলাফল প্রকাশ করা হয়। পরে লিখিত পরীক্ষার তারিখ দেয়া হলেও পরে তা স্থগিত করা হয়। কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা দ্রুত পরীক্ষা নেয়ার আশ্বাস দেয়।
২০২৫ সালে আবারও পরীক্ষার সময় দিয়ে তা স্থগিত করা হয়। লিখিত পরীক্ষায় অংশ না নিয়ে আউটসোর্সিং-এর ৯৪১ জনকে পরীক্ষায় উত্তীর্ণ করা হয়েছে বলে অভিযোগও করেন তারা।
তাদের দাবি, আউটসোর্সিং কর্মচারীদের একটি চক্রের কারণে পরীক্ষা বারবার স্থগিত করা হচ্ছে।
/এমএইচ
Leave a reply