Site icon Jamuna Television

সব বয়সী দর্শক দেখতে পারবেন ‘নীলচক্র’

কয়েকদিন আগেই ১৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশের মাধ্যমে ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ইঙ্গিতে জানিয়ে দিয়েছেন প্রেক্ষাগৃহে আসছেন তিনি। যদিও ওই ভিডিও ক্লিপসে শুভ কোথাও জানাননি কী নিয়ে আসছেন তিনি।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, ক্লিপসটি ‘নীলচক্র’ সিনেমার মুক্তির কৌশলগত ঘোষণা। ভিডিওটি প্রকাশের পর সিনেমাটির পরিচালক মিঠু খান জানিয়েছেন, ‘নীলচক্র’ ঈদুল আজহাতেই মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে। এবার পরিচালক মিঠু জানালেন, সিনেমাটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কর্তৃক ইউ গ্রেডের (ইউনিভার্সাল গ্রেড) সার্টিফিকেট পেয়েছে। অর্থাৎ সব বয়সীরাই দেখতে পারবেন ‘নীলচক্র’ সিনেমাটি।

প্রযুক্তির কল্যাণে বিভিন্ন মাধ্যমে নেশায় বুঁদ হয়ে আছে নতুন প্রজন্ম। সেই সুযোগ কাজে লাগিয়ে আকর্ষণীয় নানা ফাঁদ তৈরি করে অনেকেই নিজেদের কার্যসিদ্ধি করে নিচ্ছেন। অনেকেই পা দিচ্ছেন সেই ফাঁদে। প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে সাসপেন্স থ্রিলার সিনেমা ‘নীলচক্র’।

নির্মাতা মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা। নির্মাতা মিঠু খান বলেন, আগেই সিনেমাটি মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছিলাম। তবে তখন ভিএফএক্স-এর কিছু কাজ বাকি থাকায় সম্ভব হয়নি। এবার আমরা ঈদের জন্য প্রস্তুত হচ্ছি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা নামব।

‘নীলচক্র’ সিনেমায় মূখ্য চরিত্রে আছেন আরিফিন শুভ। তার সঙ্গে আরও আছেন মন্দিরা চক্রবর্তী ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী ও মাসুম রেজওয়ান প্রমুখ।

ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত সিনেমাটি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আমেরিকান ফিল্ম মার্কেটে বিশ্ব প্রিমিয়ার হয়ে এবার দেশে মুক্তি পেতে চলেছে।

/এটিএম

Exit mobile version