Site icon Jamuna Television

আজ বিনোদ খান্নার চলে যাওয়ার দিন

আজ বলিউডের অন্যতম স্মরণীয় সুদর্শন নায়ক বিনোদ খান্নার প্রয়াণ দিবস আজকের এই দিনেই পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে চলে যান এই মহানায়ক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

মারা যাওয়ার প্রায় ছয় বছর আগে বিনোদ খান্নার ক্যানসার ধরা পড়ে। শরীরে কর্কট রোগ নিয়েই তিনি অভিনয় করে গেছেন দাবাং, প্লেয়ার, দাবাং টু ও দিলওয়ালের মতো ছবিগুলোতে।

আপনে, কুরবানি, ইনকার, হাত কি সাফাই তাঁর অভিনয়জীবনের উল্লেখযোগ্য কিছু ছবি।
১৯৭৭ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় ছবি অমর আকবর অ্যান্থনিতে অমর চরিত্রে অভিনয় করেছিলেন বিনোদ খান্না। তাঁর দুই ভাই অ্যান্থনি ও আকবরের চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন ও ঋষি কাপুর।

/এটিএম

Exit mobile version