Site icon Jamuna Television

গ্রাম দখল করে প্লট বিক্রির অভিযোগ: আবাসন কোম্পানির চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

সাভারে অবৈধভাবে গ্রাম দখল করে গড়ে ওঠা রেলিক সিটির চেয়ারম্যান এ এস এম শাহ নেওয়াজ, পরিচালক সাব্বির এবং একাধিক অস্ত্র মামলার আসামি মো. নূরুজ্জামানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২০–২৫ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) রাতে সালাউদ্দিন আহমেদ নামে এক ব্যক্তি বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন। তিনি রেলিক সিটির সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছিলেন।

মামলায় উল্লেখ করা হয়, সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিবের ঘনিষ্ঠ সহযোগী মো. নূরুজ্জামান, তার ভাই রুহুল আমিন ও ফুপাতো ভাই রাসেল মিলে সালাউদ্দিনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।

স্থানীয়দের অভিযোগ, কোনো অনুমোদন বা বৈধতা ছাড়াই পেশিশক্তি ও সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে রেলিক সিটি সাভারের ১০টি গ্রাম দখলের চেষ্টা চালায়। এর প্রতিবাদে গত সোমবার বিরুলিয়া ইউনিয়নের রাজারবাগ গ্রামে মানববন্ধন করে গ্রামবাসী।

পরদিন মঙ্গলবার আবারও মানববন্ধন করলে ক্ষুব্ধ হয়ে রেলিক সিটির পক্ষে পাল্টা মানববন্ধন করা হয়। অভিযোগ, এরপরই এলাকায় সন্ত্রাসী তাণ্ডব চালায় রেলিক সিটির লোকজন। যারা রেলিক সিটির বিরুদ্ধে মানববন্ধনে অংশ নিয়েছিলেন, তাদের খুঁজে বের করে হামলা চালানো হয়। দুই দফা হামলার শিকার হয়ে সালাউদ্দিন নামের এক যুবক গুরুতর আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া মামুন মিয়া ও সেকেন্দার নামে আরও দুইজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, রেলিক সিটি চটকদার বিজ্ঞাপন দিয়ে দেশি ও প্রবাসী ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছে। তারা ৮ হাজার ২৫১ বিঘা জমির ‘মেগা সিটি’ নকশা তৈরি করলেও, এক শতাংশ জমিও তাদের নামে নেই। নকশায় গ্রামবাসীর বাড়িঘর, স্কুল, মসজিদ, মাদরাসা, এতিমখানা ও বৃদ্ধাশ্রমের জায়গা প্লট হিসেবে দেখিয়ে বিক্রি করা হচ্ছে।

/এসআইএন

Exit mobile version