Site icon Jamuna Television

১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন রুডিগার

কোপা দেল রে ফাইনালে রেফারির দিকে বরফ ছুড়ে মারায় বড় রকমের শাস্তি পেতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগার। ধারণা করা হচ্ছে, ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন এই জার্মান ফুটবলার।

স্প্যানিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, তার নিষেধাজ্ঞাটা ৪ থেকে ১২ ম্যাচের হতে পারে। এমনকি তাকে ম্যাচ হিসেবে নয়, মাস হিসেবেও নিষিদ্ধ করতে পারে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন।

মূলত ম্যাচের শেষ পর্যায়ে এমবাপ্পের এমবাপ্পে ফাউল করেছেন বলে সিদ্ধান্ত দেন রেফারি। এই সিদ্ধান্তেই ক্ষোভে রেফারির দিকে তেড়ে যাচ্ছিলেন রুডিগার। শুধু তাই নয়, অভিযোগ এসেছে রেফারির দিকে লক্ষ্য করে কিছু একটা ছুড়ে মেরেছেন এই রিয়াল তারকা। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, ডাগআউটের বক্সে থাকা বরফ ছুড়ে মারা হয়েছিলো রেফারিকে। ফলে লাল কার্ড দেখেন রুডিগার। এছাড়া, লুকাস ভাসকেজ ও জুড বেলিংহ্যামও লাল কার্ড দেখেন।

জানা গেছে, স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি রুডিগারের ঘটনা তদন্ত করবে। নিয়ম অনুযায়ী রেফারিকে কোনো কিছু দিয়ে আঘাত করার সর্বোচ্চ শাস্তি ১২ ম্যাচের নিষেধাজ্ঞা। যদি ডিসিপ্লিনারি কমিটি আগ্রাসন খুঁজে পায়, তাহলে রুডিগার নিষিদ্ধ হতে পারেন দীর্ঘ সময়ের জন্য।

যদিও এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন রুডিগার। সামাজিকমাধ্যম এক্সে তিনি লিখেছেন, গত রাতে আমার আচরণের জন্য কোনো অজুহাত নেই। তার জন্য আমি খুবই দুঃখিত।

তিনি আরও লিখেছেন, দ্বিতীয়ার্ধ থেকে আমরা খুব ভালো খেলেছিলাম। ১১১ মিনিটের পর আমি দলকে আর সহযোগিতা করতে পারিনি। শেষ বাঁশি বাজার আগে আমি একটি ভুল করে বসি। রেফারি এবং গত রাতে যাদের হতাশ করেছি, তার জন্য আবারও দুঃখিত। 

/এএম

Exit mobile version