Site icon Jamuna Television

চলন্ত প্রাইভেটকার থেকে হেঁচকা টান, ব্যাগসহ নারীকে ছেঁচড়ে নিলো ছিনতাইকারী

রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে চাঞ্চল্যকর এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। যার ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ঘটনাটি ঘটে গতকাল শনিবার (২৬ এপ্রিল) সকালে।

এদিন ভোর সাড়ে পাচটার দিকে সিদ্ধেশ্বরীর গ্রীনল্যান্ড টাওয়ারের সামনে যানবাহনের জন্য অপেক্ষায় ছিলেন এক নারী। এসময় একটি সাদা রংয়ের প্রাইভেটকার নারীটির সামনে এসে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে টান দেয়া হয় নারীর হাতে থাকা ব্যাগটিকে। ব্যাগ না ছাড়ায় দুর্বত্তরা গাড়ির সাথেই নারীটিকে টেনে হেচড়ে নিয়ে যায় প্রায় পঞ্চাশ ফিট।

পরে আশপাশে থাকা তিন-চারজন ব্যক্তি দৌড়ে ঘটনাস্থলে আসতে দেখা যায়। এর মধ্যে একজন ট্রলি ব্যাগটির সামনে দাঁড়ান। বাকি দুজন ওই নারীর দিকে এগিয়ে যান। কিছুক্ষণের মধ্যে ওই নারী আবার ঘটনাস্থলে এসে দাঁড়িয়ে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। এ সময় ভুক্তভোগী নারী অন্যদেরকে হাতের কনুইয়ে আঘাতের চিহ্ন দেখাচ্ছিলেন।

এ ঘটনায় ওই নারী প্রাণে বেঁচে ফিরলেও গুরুতর আঘাত পেয়েছেন। আর ছিনতাইকারীরা পালিয়ে গেছে।

এ বিষয়ে পুলিশ জানায়, এমন একটি ভিডিও ফুটেজ তাদের নজরে এসেছে। কোনো মামলা না হলেও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

/এমএইচ

Exit mobile version