Site icon Jamuna Television

ইরানের বন্দরে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪০

ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। এছাড়াও আহতের সংখ্যা ১২শ’ ৫জন ছাড়িয়েছে। সোমবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এ তথ্য জানায়।

ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবর অনুযায়ী, দেশটির সংসদের সামাজিক কমিটির সদস্য আহমাদ ফাতেমি এই ঘটনা তদন্ত করতে নিরীক্ষণ সংস্থা ও বিচার বিভাগ’-এর প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়াও রাজাই বন্দরে বিস্ফোরণের সাথে জড়িত ব্যর্থতার জন্য সবাইকে স্পষ্ট জবাবদিহিতা দাবি করেছেন।

ফাতেমি বলেন, ‘কোনো পদক্ষেপ না নেয়ার ব্যর্থতাগুলো সম্পূর্ণভাবে চিহ্নিত করতে হবে। যেসব স্থানে দাহ্য রাসায়নিক পদার্থ রয়েছে, সেখানে সব নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে মেনে চলতে হবে।’

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, যেসব কনটেইনারে বিস্ফোরণ হয়েছে, সেগুলোর ভেতর কী ছিল তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবে বিস্ফোরণের পর এলাকায় সালফারজাতীয় পদার্থের গন্ধ ছড়িয়ে পড়েছে।

বিস্ফোরণের ঘটনায় সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, ইরাক, জাপান ও রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ ইরানের প্রতি সমবেদনা জানিয়েছে।

বিস্ফোরণের পর পুরো বন্দর এলাকায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। ছবি: ইরান ইন্টারন্যাশনাল।

সৌদি আরব জানিয়েছে যে ইরানের অনুরোধে তারা যেকোনো সহায়তা প্রদানে প্রস্তুত। অন্যদিকে, রাশিয়ায় অবস্থিত তেহরান দূতাবাস বলেছে যে সহায়তার জন্য ইরানের কোনো অনুরোধ পাওয়া মাত্রই তা মস্কোতে পাঠানো হবে।

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সাহায্যের প্রস্তাব দিয়েছে এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি ইরানের সাথে সহায়তা সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

/এআই

Exit mobile version