যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

|

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ৪ বৃহত্তর বিভাগে দুদিন করে কর্মসূচী ঘোষনা করেছে বিএনপির তিন অঙ্গসংগঠন।

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে আগামী ১০ মে চট্টগ্রাম, ১৭ মে খুলনা, ২৪ মে বগুড়া এবং ২৮ মে ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে। আগেরদিন হবে সেমিনার।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না জানান, দেশের ১০টি সাংগঠনিক বিভাগকে ৪টি বৃহত্তর বিভাগে ভাগ করে এই সমন্বিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যার মধ্য দিয়ে, তরুণরা কেবল ভোটার নয় বরং আগামীর নীতিনির্ধারক হিসেবে নিজেদের ভাববে বলে জানান মোনায়েম মুন্না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন, চাঁদাবাজিসহ অন্যান্য অভিযোগ পেলে ব্যবস্থা নিচ্ছে সংগঠনগুলো। আওয়ামী লীগের দোসররা এখন জামায়াত এনসিপিতে যোগ দিচ্ছে বলেও দাবি করেন নেতারা।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply