ইয়েমেনে শরণার্থী শিবিরে হামলা যুক্তরাষ্ট্রের

|

ইয়েমেনে শরণার্থী শিবিরে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৩৫জন।ইরান সমর্থিত সশস্ত্র গ্রুপ হুতির নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের বরাত দিয়ে সোমবার (২৮ এপ্রিল) এ তথ্য জানায় আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশের আফ্রিকান অভিবাসীদের একটি আশ্রয়কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, ওই হামলার পর ধ্বংসাবশেষ থেকে ৩৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আশ্রয়কেন্দ্রটিতে ১১৫ জন আফ্রিকান অভিবাসী ছিলেন। তাদের লক্ষ্য করেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply