Site icon Jamuna Television

ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিনের

ইউক্রেনের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে, প্রাথমিকভাবে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হয়েছে। যা আগামী ৮ মে স্থানীয় সময় সকাল থেকে ১১ মে পর্যন্ত চলবে।

ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, মানবিক দিক বিবেচনা করে এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তবে এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। রাশিয়া মনে করে সামনে ইউক্রেনীয় পক্ষের এমন উদাহরণ অনুসরণ করা উচিত। ইউক্রেন যদি যুদ্ধবিরতির ঘোষণা অমান্য করে তাহলে কড়া জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেন যদি যুদ্ধবিরতির ঘোষণা লঙ্ঘন করে তাহলে কঠোর জবাব দেবে রুশ সামরিক বাহিনী। ইউক্রেনের সংকট দূর করতে এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনার ভিত্তিতে পূর্বশর্ত ছাড়াই শান্তি আলোচনার প্রস্তুতি ঘোষণা করেছে রাশিয়া।

/এআই

Exit mobile version