চলতি বছরের (হিজরি ১৪৪৬) হজ ফ্লাইটের উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সোমবার (২৮ এপ্রিল) রাতে রাজধানীর আশকোনা হজক্যাম্পে আনুষ্ঠানিক উদ্বোধনের পর তিনি হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মুসল্লিদের সৌদি আরবের আইন-কানুন মেনে চলার আহ্বান জানান ধর্ম উপদেষ্টা।
আ ফ ম খালিদ হোসেন বলেন, বাংলাদেশে সৌদি আরব যাওয়ার মতো মানসম্মত জাহাজ না থাকায় হজযাত্রীদের পাঠানো যায়নি। তবে এবারের হজ শেষ হওয়ার পর আবারও এ নিয়ে কাজ শুরু হবে।
ধর্ম উপদেষ্টা জানান, এ দেশের হজযাত্রীরা যাতে যৌক্তিক খরচে হজব্রত পালন করতে পারেন সে বিষয়ে তৎপর রয়েছে সরকার। হাজিদের নিবন্ধন থেকে শুরু করে সব প্রক্রিয়া কীভাবে আরও সহজ করা যায় সেটা নিয়েও কাজ চলছে।
আগামী বছরের হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সোমবার দিবাগত রাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট। রাত সোয়া ২টায় সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকা ছাড়বে। এই ফ্লাইটে হজের উদ্দেশে যাচ্ছেন ৩৯৮ জন যাত্রী। দ্বিতীয় ফ্লাইটটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের।
ইতোমধ্যে হজযাত্রীদের জন্য আশকোনা হজ ক্যাম্পে নেয়া হয়েছে সব ধরনের প্রস্ততি। এ বছর হজে যেতে নিবন্ধন করেছেন ৮৭ হাজার ১০০ জন। অন্যান্যবারের মতো এবারও সব হজযাত্রীর সৌদি আরব অংশের ইমিগ্রেশন হবে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আগামী ৩১মে পর্যন্ত চলবে চলতি বছরের হজ ফ্লাইট।
/এমএন
Leave a reply