Site icon Jamuna Television

প্রতারণার শিকার হয়ে দেশে ফিরলেন শতাধিক সৌদি প্রবাসী

প্রতারণার শিকার হয়ে এবং ওয়ার্ক পারমিট ভিসার মেয়াদ না থাকায় সৌদিআরব থেকে দেশে ফিরলেন শতাধিক প্রবাসী বাংলাদেশি।

সোমবার (২৮ এপ্রিল) দিবাগত মধ্যরাতে সৌদিআরব থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে করে দেশে পৌঁছান তারা।

বিভিন্ন মেয়াদে সৌদি থাকা এসব শ্রমিকদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আটক করে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। এ সময় তাদের উপর হওয়া প্রতারণা ও অবিচারের কথা জানান এসব রেমিট্যান্স যোদ্ধারা।

তারা বলেন, গত ১২ এপ্রিল ইসরায়েল অগ্রাশনের বিরুদ্ধে মার্চ ফর গাজা কর্মসূচিতে সৌদি প্রিন্স সালমানের ছবি আবমাননার পর থেকে বাঙ্গালী দেখলেই তাদের অটক করছে সৌদি সরকার।

/এএস

Exit mobile version