স্টাফ করেসপনডেন্ট, গাইবান্ধা:
গাইবান্ধায় ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারের একদিন পর চালক ইসমাইল হোসেনের বাড়িতে হামলা, ভাঙচুর ও নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৬টার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবার জানায়, এইচএসসি পাশ করে ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন ইসমাইল হোসেন। কিছুদিন আগে রাতের বেলা গড়দিঘী বাজার এলাকার সড়ক থেকে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। অটোরিকশা ফেরতের আশ্বাস দিয়ে টাকা দাবি করে একই এলাকার মশিউর রহমান ও তার ভাই। পরে তাকে ৩৫ হাজার টাকা দিয়ে অটোরিকশা নিয়ে আসে ইসমাইল হোসেনের পরিবার।
পরবর্তীতে সোমবার সন্ধ্যায় হঠাৎ মশিউর রহমান, তার ভাই মেহেদি বাবুসহ পরিবারের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। ভাঙচুর করা হয় ঘরের দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবপত্র। এ সময় স্টিলের বাক্স ভেঙে নগদ সাড়ে ৩ লাখ টাকা এবং আড়াই লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ করেন ইসমাইল হোসেনের পরিবার। বাধা দিতে গেলে অটোচালকের বৃদ্ধ বাবা-মাকে মারধরসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বাড়িতে যাওয়া হলেও পাওয়া যায়নি অভিযুক্ত মশিউর রহমান ও তার ভাই মেহেদি হাসান বাবুকে। তবে অভিযোগ অস্বীকার করেছেন পরিবারের সদস্যরা।
অপরদিকে হামলা-ভাঙচুরের ঘটনায় সোমবার রাতেই সদর থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী অটোচালক ইসমাইল হোসেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম বলেন, ভাঙচুর ও মারপিটের ঘটনাটির তদন্ত চলছে। এ সময় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
/এএইচএম
Leave a reply