Site icon Jamuna Television

ক্লাসরুমে তালা দিয়ে শাটডাউন কর্মসূচি শুরু পলিটেকনিক শিক্ষার্থীদের

ছয় দফা দাবিতে শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাস পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ক্লাসরুমে তালা দিয়ে কর্মসূচির শুরু করে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে একথা বলেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে না গিয়ে শান্তিপূর্ণ শাট ডাউন কর্মসূচি পালন করছি। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন,বিগত ৮ মাস ধরে সরকারকে শুধু সময় দিয়ে যাচ্ছি, আর সময় দিতে চাই না।

সরকারের গঠিত কমিটির সাথে তিন বার বৈঠক করেও কোনো ফলাফল পাচ্ছেন না বলেও জানান তারা।

/এএস

Exit mobile version