জুনেই ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন আনচেলত্তি!

|

ব্রাজিল দলের দায়িত্ব নিতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি— এমন খবর প্রকাশ করেছে জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’। চলতি বছরের জুনেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ডাগআউটে দেখা যেতে পারে ইতিহাসের অন্যতম সফল এই কোচকে।

অন্যদিকে, জনপ্রিয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো দাবি করেছেন, ব্রাজিলের সঙ্গে সব ধরণের আলোচনা চূড়ান্ত করেছেন আনচেলত্তি এবং দিয়েছেন মৌখিক সম্মতিও। এদিকে, রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার দৌড়ে একধাপ দূরে রয়েছেন জাবি আলোনসো।

২০২২ কাতার বিশ্বকাপের পর থেকেই খেই হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কোচ সংকটে থাকা দলটি ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বেও বারবার হোঁচট খাচ্ছে। কোনো কোচই যেন হাল ধরতে পারছেন না তারকায় ভরপুর এই দলটির। তবে এবার ব্রাজিল ভক্তদের জন্য সুখবর আসছে। প্রথমবারের মতো ব্রাজিলের বাইরে থেকে একজন ইউরোপিয়ান কোচকে নিয়োগ দিতে যাচ্ছে দেশটির ফুটবল ফেডারেশন। পথ হারানো দলটির নতুন কাণ্ডারি হচ্ছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।

সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, চলতি বছরের জুনে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করবেন আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনে ব্রাজিলের ডাগআউটে দাঁড়াবেন পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী এই কোচ। জানা গেছে, এরইমধ্যে নিজের ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা শিষ্যদের জানিয়েছেন আনচেলত্তি।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল এবং বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে’র ম্যাচে হারের পরই নাকি ব্রাজিলের কোচ হওয়ার বিষয়ে মৌখিক সম্মতি দিয়েছেন তিনি।

এছাড়া, দলবদলের বিষয়ে খ্যাতনামা ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও জানিয়েছেন একই তথ্য। তার দাবি, সিবিএফের (CBF) শর্ত ছিল ক্লাব বিশ্বকাপের আগেই আনচেলত্তিকে ব্রাজিলে যোগ দিতে হবে। এই বিষয়ে সবকিছুই নাকি চূড়ান্ত হয়েছে কোচের সঙ্গে।

সবশেষ খবর বলছে, ব্রাজিলে নিজের সহকারী হিসেবে কাদের নিয়োগ দেবেন — সেই বিষয়েও আলোচনা শুরু করে দিয়েছেন আনচেলত্তি। ব্রাজিলে যোগ দেওয়া এখন শুধুই সময়ের ব্যাপার মাত্র।

এদিকে, ‘দ্য অ্যাথলেটি ‘ এর খবরে বলা হয়েছে, ২০২৫-এর জুনে ক্লাব ছাড়লেও চুক্তির পুরো বেতন দিয়েই আনচেলত্তিকে বিদায় জানাবে রিয়াল। তবে রিয়ালের পরবর্তী কোচ কে হবেন — তা নিয়েও চলছে নানা রকম আলোচনা। ফ্যাব্রিজিও রোমানো বলছেন, রিয়ালের কোচ হওয়ার থেকে কেবল একধাপ দূরে রয়েছেন বায়ার লেভারকুজেনের কোচ জাবি আলোনসো।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply