ফরিদপুর (ভাঙ্গা) করেসপনডেন্ট:
ফরিদপুরের ভাঙ্গায় দোকান কেনাবেচাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার হরিরহাট বাজারের দুইটি দোকানের পজিশন কেনাবেচা নিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে আজ মঙ্গলবার একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালে পশ্চিম আলগী গ্রামের আলী মাতুব্বরের লোকজনের সাথে ও একই গ্রামের দেলোয়ার মাতুব্বরের লোকজনের বাকবিতণ্ডা হয়। এরই জেরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে ভাঙ্গার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হয়। তাদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেলোয়ার মাতুব্বর অভিযোগ করেন, সালিশি বৈঠকের সময় কথা কাটাকাটির একপর্যায়ে আলী মাতুব্বরের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এতে তাদের ১৫ জন আহত হয়। এছাড়াও বেশকয়েকটি বাড়ি ভাঙচুর ও লুটপাট করে।
পাল্টা অভিযোগ করে আলী মাতুব্বর বলেন, দেলোয়ারের লোকজনের হামলায় আমাদের ১০ থেকে ১৫ জন লোক আহত হয়।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
/আরএইচ
Leave a reply