Site icon Jamuna Television

ড্রোনে খুঁজতেন জুলাই আন্দোলনকারীদের, কারাগারে সিটিটিসির সাবেক এডিসি ইশতিয়াক

গুমের মামলায় সাবেক বিচারপতি আবু আহম্মেদ জমাদারের ছেলে সিটিটিসির সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইশতিয়াক আহমদকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাঙামাটি থেকে গ্রেফতার করে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর আবেদন করে প্রসিকিউশন। আদালত তা মঞ্জুর করেন।

এদিন বিকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে রাজধানীর বিভিন্নস্থানে ড্রোন উড়িয়ে ছাত্র জনতার অবস্থান নির্নয় করে র‍্যাব, আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ ক্যাডারদের কাছে তথ্য সরবরাহ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইশতিয়াক বিষয়টি স্বীকার করেছেন বলেও জানা গেছে।

এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে হত্যা ও নির্যাতন চালাতে সহায়তা করার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

/এমএইচ

Exit mobile version