Site icon Jamuna Television

কারামুক্ত হলেন মডেল মেঘনা আলম

মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মডেল মেঘনা আলম কারামুক্ত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি।

এর আগে, গতকাল সোমবার রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় জামিন পান মডেল মেঘনা আলম। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহের আদালত এই আদেশ দেন।

গত ১৭ এপ্রিল এই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। মামলায় মেঘনা আলম ও ব্যবসায়ী দেওয়ান সমিরসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে এক কূটনীতিকের কাছে পাঁচ মিলিয়ন ডলার অর্থ দাবির অভিযোগ আনা হয়।

প্রসঙ্গত, গত ৯ এপ্রিল রাতে মডেল মেঘনা আলমকে বসুন্ধরার থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন রাতে ডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ ডিটেনশন আইনে মেঘনা আলমকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দেন। এই ঘটনাটি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়।

এরপর মেঘনা আলমকে পরোয়ানা ছাড়া গ্রেফতার ও কারণ না উল্লেখ করে ২৪ ঘণ্টার বেশি হেফাজতে রাখার প্রশ্নে রুল জারি করে হাইকোর্ট।

/আরএইচ



Exit mobile version