মাত্র ১৪ বছর বয়সে ইতিহাস গড়ে আইপিএলে অভিষেক হয়েছিল ভারতের বৈভব সূর্যবংশীর। রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেকেই নিজের ঝলক দেখিয়েছিলেন ক্রিকেটপ্রেমীদের। বিশাল এক ছক্কা হাঁকিয়ে সেই ম্যাচে রাঙিয়েছিলেন নিজেকে।
তবে গতকাল গুজরাট টাইটানসের বিপক্ষে ১৭ বলে অর্ধশত রান করে আইপিএলে কনিষ্ঠতম হিসেবে কীর্তি গড়েন তিনি। এরপর রশিদ খানকে ছক্কা মেরে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেন বৈভব।
মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করেন তিনি। যা ভারতীয়দের মধ্যে রেকর্ড। বৈভবের চেয়ে কম বলে সেঞ্চুরি আছে শুধু ক্রিস গেইলের, যিনি ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন।
এবার জানা গেলো বৈভবের স্বপ্নপূরণে তার মা-বাবার আত্মত্যাগ। ভারতীয় একটি গণমাধ্যমে বৈভব জানিয়েছেন, তার প্র্যাক্টিসের জন্য রাত এগারোটায় ঘুমোতে যাওয়ার পরেও রাত ২টায় উঠে পড়তেন তারা মা। সর্বোচ্চ ৩ ঘণ্টা ঘুমাতেন তিনি। এরপর উঠে তার জন্য খাবার তৈরি করতেন যাতে সে ঠিকসময়ে এবং ঠিকভাবে প্রাকটিস করতে পারেন।
এছাড়া তিনি আরও জানান, তার বাবা নিজের কাজ ছেড়ে দিয়েছিল শুধু তার পাশে থাকবে বলে। বাবার কাজ সামলাতো তার বড়ভাই। অনেক কষ্টে সংসার চললেও বাবা তাকে সবসময় উৎসাহ দিত।
তাই ক্রিকেট দুনিয়া নাড়িয়ে দেয়া ইনিংস খেলার পরেও বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলেননি এই তরুণ ক্রিকেটার। বলেন, কঠোর পরিশ্রমেরই এসেছে এমন পুরস্কার। ‘আমি যতটুকু সাফল্য পেয়েছি, সেটা আমার বাবা-মায়ের জন্য’ বলেও উল্লেখ করেন তিনি।
/এমএইচ
Leave a reply