ধানমন্ডির কড়াই গোস্ত রেস্টুরেন্টের মালিককে দেড় বছরের কারাদণ্ড

|

রাজধানীর ধানমন্ডির কড়াই গোস্ত রেস্টুরেন্টের মালিক মো. আলী রিপনকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত। মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব মো. কুদরাত-ই-খোদা এই রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, কড়াই গোস্ত রেস্টুরেন্টের রান্নাঘরে অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশ এবং রেফ্রিজারেটরের ভেতর তেলাপোকা পাওয়া গেছে। এমন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, পরিবেশন ও বিক্রয় করে জনস্বাস্থ্যের ক্ষতি করার অভিযোগে মামলাটি করা হয়।

২০১৯ সালের ১৭ অক্টোবর নিরাপদ খাদ্য আইনে এই মামলাটি দায়ের করা হয়।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply