Site icon Jamuna Television

ভারত-পাকিস্তান সংঘাত ঠেকাতে মধ্যস্থতার প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের

ফাইল ছবি

ভারত-পাকিস্তান ক্রমবর্ধমান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সেইসাথে সংঘাত ঠেকাতে মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছেন তিনি। মঙ্গলবার (২৯ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, মঙ্গলবার উভয় দেশের সাথে যোগাযোগ করেছেন গুতেরেস। ফোনকলে কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সাথে।

এ সময় কাশ্মিরে হামলার তীব্র নিন্দা জানিয়ে আইনি পন্থায় দায়ীদের বিচার নিশ্চিতের ওপর জোর দেন। সবশেষ সংঘাত এড়াতে উত্তেজনা নিরসনের আহ্বান জানান অ্যান্তনিও গুতেরেস।

অপরদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এক ফেসবুক পোস্টে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের ফোনকল পাওয়ার কথা নিশ্চিত করেন। এতে পেহেলগামে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে নিন্দা প্রকাশের জন্য মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দোষীদের জবাবদিহিতার বিষয়টিতে আমরা একমত হয়েছি। এ সময় হামলার পরিকল্পনাকারী, সম্পৃক্ত ব্যক্তি ও পৃষ্ঠপোষকদের বিচারের আওতায় আনতে ভারত দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি।

/এএইচএম

Exit mobile version