Site icon Jamuna Television

দুদকের মামলায় বিএনপি নেতা আমান ও তার স্ত্রীর সাজা আপিলে বাতিল

বিএনপি নেতা আমানউল্লাহ আমানের ১৩ বছর এবং তার স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের সাজা বাতিল করেছেন আপিল বিভাগ।

বুধবার (৩০ এপ্রিল) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ এ রায় দেন।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ৬ মার্চ আমান দম্পতির বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন বিশেষ জজ আদালতের রায়ে আমানউল্লাহ আমানকে ১৩ বছর এবং সাবেরা আমানকে ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়। এ রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট সেই আপিল মঞ্জুর করে তাদের খালাস দেন।

হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২৬ মে আপিল বিভাগ সে রায় বাতিল করে হাইকোর্টকে আপিল মামলাটি পুনঃশুনানির নির্দেশ দেন।

ওই রায়ের বিরুদ্ধে আমানউল্লাহ আমানের আপিলের ওপর পুনঃশুনানি নিয়ে ২০২৩ সালের ৩০ মে হাইকোর্ট রায় দেন। সেই রায়ে বিচারিক আদালতের দণ্ড বহাল রাখা হয়।

এদিকে, আজ আদালতে বিবাদী পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, দুদকের করা মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমান খালাস পেয়েছেন। দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে এই দুজনের করা আপিল মঞ্জুর করে হাইকোর্টের দেয়ার রায় বাতিল করা হয়েছে।

ভবিষ্যতে আমানউল্লাহ আমানের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এই আইনজীবী বলেন, এ মামলায় খালাস পাওয়ায় আমানউল্লাহ আমানের ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে আইনগত কোনো বাধা নেই ।

/এমএন

Exit mobile version