Site icon Jamuna Television

বৃষ্টি শেষে খেলা শুরু, তিনশো পার বাংলাদেশের

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে একদফা বৃষ্টির পরে আবারও খেলা শুরু হয়েছে। বৃষ্টি শেষে ম্যাচ শুরু হলে স্বাগতিকদের দলের স্কোর ৮ উইকেটে ৩৪২ রান। এখন পর্যন্ত ১১৫ রানের লিড নিয়ে বাংলাদেশ ব্যাটিং করছে।

আগের দিনের ৭ উইকেটে ২৯১ রান নিয়ে ব্যাটিং শুরু করেন ১৬ রানে অপরাজিত থাকা মেহেদী হাসান মিরাজ ও ৫ রান করা তাইজুল ইসলাম। স্কোর বোর্ডে ১২ রান যোগ হওয়ার পরই নামে বৃষ্টি। তবে ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি তাইজুল ইসলাম। ২০ রান করে ফেরেন।

এদিকে, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ছিল ৬৪ রানের। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের করা ২২৭ রানের জবাবে মূলত সামদান ইসলাম-এর সেঞ্চুরিতে লিড পায় বাংলাদেশ। সেট হয়ে বড় ইনিংস খেলতে পারেননি শান্ত, মুমিনুল, মুশফিকরা। সিরিজে ১-০তে এগিয়ে জিম্বাবুয়ে।

/এসআইএন

Exit mobile version