নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত দেশের সবচেয়ে বড় যুদ্ধজাহাজের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। সেইসাথে নৌযানটি থেকে উৎক্ষেপণ করা হয় নতুন প্রযুক্তির সুপারসনিক ক্ষেপণাস্ত্র। বুধবার (৩০ এপ্রিল) বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের উপস্থিতি চালানো হয় এ পরীক্ষা। এ সময় যাচাই করা হয় নৌযানের ভার্টিকাল লঞ্চিং সিস্টেম বা ভিএলএস প্রযুক্তি। সুপারসনিক মিসাইল ছাড়াও এতে উৎক্ষেপণ করা হয় বিভিন্ন ধরনের ক্রুজ ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। বুধবার এ সংক্রান্ত ছবি প্রকাশ করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএ।

এর আগে, শুক্রবার রাজধানী পিয়ংইয়ং থেকে কিছুটা দূরে এক সামরিক ডকইয়ার্ডে ‘চো হিয়ন’ নামের যুদ্ধযানটি উদ্বোধন করা হয়। পারমাণবিক হামলার ক্ষমতাসম্পন্ন ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজটি থেকে ছোড়া যাবে আনুমানিক ৮২টির মত ক্ষেপণাস্ত্র।
/এএইচএম
Leave a reply