Site icon Jamuna Television

এশিয়ার নবম বৃহৎ অর্থনীতির দেশ বাংলাদেশ

এশিয়ার মধ্যে নবম বৃহৎ অর্থনীতির দেশ হলো বাংলাদেশ। মোট দেশজ উৎপাদন-জিডিপির আকারের ভিত্তিতে এই হিসাব করা হয়েছে। বাংলাদেশের জিডিপির আকার এখন ৪৫০ দশমিক ৫ বিলিয়ন ডলার বা ৪৫ হাজার ৫০ কোটি ডলার। এই হিসাব করা হয়েছে, ২০২৪ সালের ভিত্তিতে।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এশিয়ার দেশগুলোর অর্থনীতির বিভিন্ন সূচকের পরিসংখ্যান প্রকাশ করেছে। যা ২০২৫ বেসিক স্ট্যাটিস্টিকস নামে পরিচিত।

এতে ৪৬টি দেশের জিডিপির আকারের হিসাব দিয়েছে এডিবি। দক্ষিণ এশিয়ায় এখন ভারতের পর দ্বিতীয় এবং পুরো এশিয়ার নবম বৃহত্তম অর্থনীতির দেশ বাংলাদেশ। এডিবির তালিকায় মোট ৪৬টি দেশের তথ্য প্রকাশ করা হলেও জাপান সেখানে অন্তর্ভুক্ত নয়।

এডিবি বলছে, অর্থনীতির আকারের দিক থেকে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে চীন, ভারত, কোরিয়া, ইন্দোনেশিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম ও ফিলিপাইন। এই অঞ্চলের সবচেয়ে বড় অর্থনীতির দেশ চীন।

/এসআইএন

Exit mobile version