বাউফল করেসপনডেন্ট:
পটুয়াখালীর বাউফলের মো. জসিম উদ্দিন (৪৫) প্রায় সাত বছর আগে বুকভরা স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন মালদ্বীপে। ইচ্ছা ছিল ঈদুল আযহায় দেশে ফিরবেন, পরিবার নিয়ে ঈদ করবেন। ফিরেছেনও ঠিকই; তবে লাশ হয়ে।
গত শনিবার (বাংলাদেশ সময় রাত ৪টা) মালদ্বীপের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জসিম। এর আগে বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান।
প্রবাসে নিহত জসিম উদ্দিন পটুয়াখালীর বাউফল উপজেলার বড়ডালিমা গ্রামের মৃত আলাউদ্দিন আহম্মেদ ছেলে। সন্তান হারিয়ে নির্বাক নিহতের মা বিবি আয়েশা (৭৫)। জসিমের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
‘বাবাকে সবসময় ভিডিও কলে দেখেছি। ঈদুল আযহায় বাবা আসবেন বলেছেন। বাবাকে দেখার অপেক্ষায় ছিলাম। বাবা এসেছেন, আমি দেখছি বাবার নিথর দেহ। আমি তাকে আদর করতে পারলাম না।’ এভাবে বলতে বলতে হাউমাউ করে কেঁদে দেন নিহতের শিশু কন্যা জেরিন।

দুই সন্তানের জনক ছিলেন জসিম উদ্দিন। ছেলে মেহনাব দাখিল পরীক্ষার্থী ও মেয়ে জেরিন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।
নিহতের স্ত্রী মাসুমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “স্বপ্ন নিয়ে গিয়েছিলেন ভিনদেশে। ঈদের আনন্দ উপভোগ করতে ফিরবেন বলেছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। তিনি ফিরেছেন লাশ হয়ে।
নিহতের ভাই মো. ফজলুর রহমান জানান, সব প্রক্রিয়া শেষে গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় আমাদের আদরের জসিমের মরদেহ ঢাকায় পৌঁছেছিলো। আজ বুধবার তাকে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হবে।
/এআই
Leave a reply