৩৬ ঘণ্টার মধ্যে ভারত হামলা চালাতে পারে বলে পাকিস্তানের তথ্যমন্ত্রীর দাবি

|

আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত। নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে জানিয়ে এই দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। খবর ডনের।

গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে তিনি বলেছেন, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে ইসলামাবাদের সাথে যুদ্ধে জড়াতে চায় নয়াদিল্লি। পেহেলগামের সন্ত্রাসী হামলায় তার দেশ নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেও ভারত সংঘাতের পথে হাঁটছে উল্লেখ করে ক্ষোভ ঝারেন। এমন পদক্ষেপ বিশ্বের জন্য বিপজ্জনক হবে বলেও দাবি আতাউল্লাহ তারারের।

পাকিস্তানের এই মন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের বড় ভুক্তভোগী পাকিস্তান এবং এই অভিশাপের যন্ত্রণা গভীরভাবে অনুধাবন করে। দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে প্রকৃত সত্য প্রকাশের জন্য আমরা একটি নিরপেক্ষ কমিশন কর্তৃক বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছি। দুর্ভাগ্যজনকভাবে ভারত স্পষ্টতই অযৌক্তিক ও সংঘাতের বিপজ্জনক পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। যার পরিণতি সমগ্র অঞ্চল ও বিশ্বের জন্য বিপজ্জনক হবে।

পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর গত এক সপ্তাহ ধরেই পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে উত্তেজনা ছড়াচ্ছেন দুই দেশের রাজনীতিবিদরা। সরকারকে সরাসরি যুদ্ধে জড়ানোর উসকানিও দিচ্ছেন কেউ কেউ।

মূলত, দেশভাগের পর থেকেই বৈরি সম্পর্ক দুই দেশের মধ্যে। সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে প্রতিবেশী দুই দেশের শত্রুতা পৌঁছেছে নতুন মাত্রায়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply