গুজরাটে ‘বাংলাদেশি’ সন্দেহে আটককৃতরা ভারতের বাংলাভাষী মুসলিম নাগরিক!

|

ভারতের গুজরাটে বাংলাদেশি সন্দেহে বিপুল সংখ্যক মানুষ আটকের পর এখন জানা যাচ্ছে তারা দেশটির বিভিন্ন রাজ্যের বাংলাভাষী মুসলিম নাগরিক। দেশটির গুজরাট, উত্তরপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলমানদের বাংলাদেশি তকমা দিয়ে হেনস্তা করার প্রমাণ হাজির করেছে সংবাদমাধ্যম বিবিসি।

এমনকি ভারতীয় নাগরিকত্বের উপযুক্ত প্রমাণ থাকার পরও তাদের আটক করা হচ্ছে, এমন তথ্যও পেয়েছে বিবিসি।
গত শনিবার ভোর থেকে সোমবার রাত পর্যন্ত অভিযানে সাড়ে ৬ হাজার অবৈধ অভিবাসী আটকের খবর জানিয়েছিল গুজরাটের পুলিশ। শুধু আটক নয়, আহমেদাবাদের মুসলিম অধ্যুষিত এলাকায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় বহু ঘরবাড়ি।

গুজরাট পুলিশ মহাপরিচালকের বরাতে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছিল, আটককৃতদের মধ্যে ৪শ’ ৫০ অবৈধ বাংলাদেশি। যদিও দেশটির সরকারের তরফে ঢাকাকে কিছু জানায়নি দিল্লি।

গুজরাট রাজ্য পুলিশ দাবি করেছিল, পরিচয়পত্র নকল করেই তারা অবৈধভাবে ভারতে বসবাস করছিল।

আহমেদাবাদের অপরাধ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার শারদ সিংহাল বলেছিলেন, বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশি এখানে আছে, এমন তথ্য পেয়েই অভিযান নামে পুলিশ। ভুয়া পরিচয়পত্র বানিয়ে বহু দিন ধরে তারা এখানে আছে। আইডিকার্ডের তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ চলছে। তারা কতবার ও কখন বাংলাদেশে কখন গিয়েছে তা দেখা হচ্ছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply