Site icon Jamuna Television

কুড়িগ্রামে শিয়াল মারার ফাঁদে প্রাণ গেলো বৃদ্ধের

স্টাফ করেসপনডেন্ট, কুড়িগ্রাম:

কু‌ড়িগ্রামের উলিপুরে শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হা‌কি‌ম (৫৯) নামের এক বৃ‌দ্ধের মৃত্যু হ‌য়ে‌ছে। বুধবার (৩০ এপ্রিল) সকা‌লে পৌরশহ‌রের না‌রি‌কেলবা‌ড়ি সন্ন্যাসীরতলা এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহত আব্দুল হা‌কিম ওই এলাকার মৃত নুরুল হ‌কের ছে‌লে।

নিহ‌তের স্বজন ও স্থানীয় সূ‌ত্রে জানা যায়, আব্দুল হা‌কিম বা‌ড়ির পা‌শে আট শতক জ‌মি‌তে পাট চাষ ক‌রতেন। সম্প্রতি ওই ক্ষে‌তে শিয়া‌লের উপদ্রব বৃ‌দ্ধি পাওয়ায় পাট গাছ ভে‌ঙে ফেলে। শিয়া‌লের হাত থে‌কে পাট গাছ রক্ষা করার জন্য ক্ষে‌তে বৈদ্যুতিক ফাঁদ তৈ‌রি করেন। বুধবার সকা‌লে বিদ্যুতের সং‌যোগ বি‌চ্ছিন্ন না ক‌রেই পাটক্ষে‌ত দেখ‌তে গে‌লে ভুলবশত আব্দুল হা‌কিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ‌মি‌তে প‌ড়ে যান। প‌রে সকাল ৯টার দি‌কে স্থানীয় এক বা‌সিন্দা তা‌কে পড়ে থাক‌তে দে‌খে নিহতের স্বজন ও স্থানীয়দের খবর দেন। নিহত ব্যক্তিকে উদ্ধার করে উলিপুর উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ‌জিল্লুর রহমান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। তদন্ত সা‌পেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হ‌বে।

/এএম

Exit mobile version