Site icon Jamuna Television

সরকারের ভুল নীতিতে আ. লীগ সমর্থকের কারখানা বন্ধ করে শ্রমিক ছাঁটাই ঠিক হয়নি: রিজভী

সরকারের ভুল নীতির কারণে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থক কিছু ব্যবসায়ীর মিল-কারখানা বন্ধ করে শ্রমিক ছাঁটাই করা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির এ নেতা আরও বলেন, প্রয়োজনে প্রশাসক নিয়োগ করে প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখা উচিত ছিল। অনেক শ্রমিক ছাঁটাই হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার নামে প্রতিষ্ঠান বন্ধ করা ঠিক হয়নি।

আগামীকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। এর প্রস্তুতি সর্ম্পকে জানাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দলের সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী দাবি করেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শ্রমিক দলের ৭১ জন নেতাকর্মী নিহত হয়েছেন। এছাড়া, ৩০ জন রিকশাশ্রমিকসহ বহু ভাসমান শ্রমজীবী নিহত হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। যদিও অনেকে শ্রমিকশ্রেণির আত্মত্যাগ স্বীকার করতে চায় না বলে মত দেন তিনি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, শ্রমজীবী মানুষের আয় কমছে। নিত্যপণ্যের উর্দ্ধগতিতে তাদের জীবন ওষ্ঠাগত।

/এমএন

Exit mobile version