সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
নাটোরের নলডাঙ্গা উপজেলায় পিকআপের চাপায় ব্যাটারি চালিত ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার পিপুরুল-বাঁশভাগ আঞ্চলিক সড়কের কারীপাড়া মাদ্রাসা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম শফির মিয়া (৭০)। তিনি নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামের ইউনুস মিয়ার ছেলে। এ সময় আহত হয় তাজিম (৯) নামের এক শিশু। সে একই এলাকার আমির হোসেনের ছেলে। শিশুটিকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, সকালে পিকআপ গাড়িটি মাঠ থেকে ধান কাটা শ্রমিক নিয়ে পাবনার দিকে যাচ্ছিল। এ সময় পিপুরুল-বাঁশভাগ আঞ্চলিক সড়কের কারীপাড়া মাদ্রাসা এলাকায় একটি ব্যাটারি চালিত ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই শফির মিয়া নামে এক ব্যক্তি মারা যায়। আহত হয় তাজিম নামের এক শিশু। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।
এ ঘটনায় পিকআপ গাড়িটি আটক করে থানায় রাখা হলেও চালক ও হেলপার পলাতক আছে বলে জানান তিনি।
/এএইচএম
Leave a reply