Site icon Jamuna Television

মক্কায় হাজিদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৪ চীনা নাগরিক গ্রেফতার

সৌদি আরবের মক্কায় জাল হজ প্যাকেজ প্রচারের অভিযোগে চার চীনা নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মক্কায় থাকার ব্যবস্থা ও পরিবহণ সুবিধা প্রদানের নামে ভুয়া প্রচার চালিয়ে হাজিদের ফাঁদে ফেলেন তারা। বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম সৌদি গেজেট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মক্কায় চার চীনা নাগরিককে ভুয়া হজ ক্যাম্পেইন প্রচারের জন্য গ্রেফতার করা হয়েছে। মক্কা পুলিশের নিরাপত্তা টহল দল তাদের গ্রেফতার করে।

চলতি সপ্তাহে এমন আরও একটি দলকে গ্রেফতার করে সৌদি পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর হজ ক্যাম্পেইনের বিজ্ঞাপন প্রকাশ করেছিল। এসব বিজ্ঞাপনে হাজিদের আবাসন ও পবিত্র স্থানগুলোর অভ্যন্তরে যাতায়াতের ব্যবস্থা, অন্যের পক্ষে হজ পালনের সেবা, কুরবানির পশু সরবরাহ ও বিতরণ এবং হজ ব্রেসলেট বিক্রির দাবি করা হয়।

এ বিষয়ে হজযাত্রীদের ইতোমধ্যে সতর্ক করেছে সৌদি প্রশাসন। পাশাপাশি মক্কা পুলিশ প্রতারকদের ধরতে অভিযান চালাচ্ছে। এরইমধ্যে অভিযানে অনেকে গ্রেফতার হয়েছে।

/এআই

Exit mobile version