Site icon Jamuna Television

চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (৩০ এপ্রিল) ভোরে চান্দগাঁও থানার হামিদচর এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়।

স্বজনরা জানান, গতকাল স্কুলে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিল রাহাত। সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করলে তদন্ত শুরু করে পুলিশ।

পরবর্তীতে জানা যায়, বন্ধুদের সাথে হামিদচর এলাকায় ঘুরতে যায় রাহাত। সেখানে বন্ধুরা মারধর করে নদীতে ফেলে দেয় তাকে।

অপরদিকে, ঘটনাটিকে পূর্বপরিকল্পিত বলে অভিযোগ করছেন নিহতের স্বজনরা।

/এএইচএম

Exit mobile version