Site icon Jamuna Television

জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছেন আদালত। চিন্ময় দাসের জামিন প্রশ্নে রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করেছেন হাইকোর্ট।

বুধবার (৩০ এপ্রিল) রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি আতোয়ার রহমান খান ও আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিনের এ রায় প্রদান করেন।

এর আগে, গত ৪ ফেব্রুয়ারি মামলায় জামিন চেয়ে চিন্ময় দাসের করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুল দিয়েছিলেন। আবেদনকারীকে (চিন্ময়) কেন জামিন দেয়া হবে না, তা রুলে তা জানতে চাওয়া হয়।

এরপর গত ২৩ এপ্রিল হাইকোর্ট রুল শুনানির জন্য ৩০ এপ্রিল ধার্য করেন। এর ধারাবাহিকতায় শুনানি নিয়ে রুল অ্যাবসলিউট ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

/এমএইচ

Exit mobile version