Site icon Jamuna Television

আদানির বিদ্যুৎ: ৪০ কোটি ডলারের শুল্ক ‘ফাঁকি’তে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

আদানি থেকে বিদ্যুৎ আমদানিতে ৪০ কোটি মার্কিন ডলার শুল্ক ফাঁকির অনুসন্ধানে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে সকলের বিষয়ে ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে এক ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এ কথা জানান।
বহুল আলোচিত এ চুক্তিতে শেখ হাসিনার মুখ্য সচিব ও তৎকালীন বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউসসহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের যোগসাজশ খুঁজে দেখছে দুদক।

এদিকে, ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ এবং ৬ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ বিরুদ্ধে মামলা করেছে দুদক।

/এমএন

Exit mobile version