কলকাতার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত সম্পর্কে হয়তো খুব বেশি কিছু বলার নেই, কারণ তিনি পশ্চিমবঙ্গ ছেড়ে কাজ করেছেন এপার বাংলাসহ বলিউডের ছবিতেও।
শ্বেত পাথরের থানা ছবি দিয়ে ক্যারিয়ার শুরুর পর কাজ করেছেন বহু বাণিজ্যিক ছবিতে। তবে এখন আর আগের রূপে দেখা যায় না এই নায়িকাকে। বর্তমানে গল্পনির্ভর ছবিতেই বেশি কাজ করেন।
সেই ধারাবাহিকতায় এবার মুক্তি পেতে যাচ্ছে তার ‘ম্যাডাম সেনগুপ্ত- আবোল তাবোল হত্যা রহস্য’ সিনেমা। যার মুক্তির তারিখ ঘোষণা করে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে।
সব ঠিকঠাক থাকলে আগামী ৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। ছবির পোস্টার বেশ অন্যরকম। কাঁধ ছাপানো খোলা চুল, গাঢ় রঙের শাড়ির সঙ্গে ক্যাট আই ফ্রেম চশমায় নয়া অবতারে ধরা দিয়েছেন ঋতুপর্ণা।
এর গল্পে দেখা যাবে- বিয়ে বিচ্ছিন্না ‘ম্যাডাম সেনগুপ্ত’র স্বামী নিখোঁজ হয়ে যান। সে রহস্যের তদন্তে নেমে পড়তে দেখা যাবে ঋতুপর্ণাকে। তাকে সঙ্গ দেবেন রাহুল বোস। সিনেমায় ঋতু আর রাহুল ঘনিষ্ঠ বন্ধু। রহস্য উদঘাটনের পথে একসঙ্গে হাঁটবেন তারা।
সিনেমাটি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। এতে কার্টুনিস্টের চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা। সিনেমায় আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন ও অনন্যা চ্যাটার্জি।
/এটিএম
Leave a reply