ঠাকুরগাঁও করেসপনডেন্ট:
বাংলাদেশের মানুষ সবসময়ই ভালোর জন্য লড়াই-সংগ্রাম করে— এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ দেশের কৃষক, শ্রমিক, শিক্ষকসহ সকল শ্রেণি-পেশার মানুষ দেশের জন্য অবদান রেখে চলেছেন। দেশের জন্য সকলে কাজ করবো— এটাই আমাদের ভবিষ্যতের শপথ ও ভাবনা।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর ক্যাথলিক মিশনের মাদার তেরেসা স্কুলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে হানাহানি ও বিভেদ আছে, কিন্তু তাতে আশা হারানো যাবে না। আঠারো কোটি মানুষ দেশের জন্য কাজ করবে— এটাই সকলের শপথ। সমস্যা থাকলেও তা দূর করে সামনে এগিয়ে যেতে হবে।
পরে স্কুলের শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি করে শোনান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তুহিনসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
/এসআইএন
Leave a reply