Site icon Jamuna Television

আমাদের ধর্ম সন্ত্রাসবাদ শেখায় না: ইমরান হাশমি

পহেলগাম হত্যাকাণ্ড নিয়ে যখন উত্তপ্ত পাক-ভারত সীমান্ত। তখন একাধিক বলিউড অভিনেতা জানিয়েছেন শোক। দেশটির বিজেপি সরকারসহ একাধিক রাজনৈতিক নেতারা দিচ্ছেন ইসলাম বিদ্বেষী বক্তব্য।

এমন সময় এই হামলা নিয়ে মুখ খুলেছেন বলিউডের চকলেট বয় খ্যাত নায়ক ইমরান হাশমি। গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমাদের ধর্ম সন্ত্রাসবাদ শেখায় না।

সম্প্রতি ইমরান হাশমির ‘গ্রাউন্ড জিরো’ সিনেমা মুক্তি পেয়েছে। এ সিনেমাও কাশ্মীরকে কেন্দ্র করে। সিনেমার প্রচারেই একটি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা। 

যেখানে তিনি বলেন, আশা করি পেহেলগামকাণ্ডে সরকার সঠিক বিচার নিশ্চিত করবে। 

কারণ হিসেবে অভিনেতা বলেন, কাশ্মির পর্যটকদের আকর্ষণের জায়গা। তারা খুব পরিকল্পনা করেই হামলা করেছে। কারণ পর্যটকদের আকর্ষণের কেন্দ্রই ওদের নিশানায় ছিল। আশপাশে তেমন কোনো রাস্তাও ছিল না।

এছাড়া পর্যটকদের নিরাপত্তা নিয়েও কথা বলেন, আশিক বানায়া আপনে খ্যাত এই নায়ক। তিনি বলেন, হামলার দিন সেখানে সেনা মোতায়েন নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কিন্তু এতো বড় পর্যটক এলাকায় পুরোপুরি নিরাপত্তা দেয়া সম্ভব না।

ইমরানের ভাষায়, এসব হামলা কখনোই ধর্মীয় ঘৃণা-বিদ্বেষ ছড়িয়ে দেওয়া ঠিক নয়। কারণ সন্ত্রাসের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। সন্ত্রাসের আদর্শ আদপেই বিকৃত। 

এরপরই ইমরান যোগ করেন, আমাদের ধর্মে তো কখনোই এসব শেখায় না। সবশেষ জাতি হিসেবে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ইমরান।

/এটিএম

Exit mobile version