Site icon Jamuna Television

ভারতের সঙ্গে সংঘাতের শঙ্কায় রেকর্ড পতন পাকিস্তান স্টক মার্কেটে

এআই জেনারেটেড

পাকিস্তান ও ভারতের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা দেখা দেওয়ায় পাকিস্তান স্টক এক্সচেঞ্জে (পিএসএক্স) বড় ধরনের পতন হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) করাচি স্টক এক্সচেঞ্জ (কেএসই-১০০) সূচক দিনের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে যায় ১ লাখ ১০ হাজার ৬৩১ দশমিক ৮৪ পয়েন্টে। আগের দিনের চেয়ে কমেছে ৪ হাজার ২৪০ দশমিক ৩৪ পয়েন্ট বা ৩ দশমিক ৬৯ শতাংশ। খবর জিও নিউজ’র।

এদিন সূচক সর্বোচ্চ উঠেছিল ১ লাখ ১৪ হাজার ৬৬ দশমিক ১২ পয়েন্টে, যা আগের দিনের তুলনায়ও ৮০৬ পয়েন্ট কম। অর্থাৎ, পুরোদিন জুড়েই বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে নিরাপদ আশ্রয়ের দিকে ঝুঁকেছেন।

বাজার বিশ্লেষকরা বলছেন, ভারত ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সামরিক অভিযান চালাতে পারে—সরকারের এমন সতর্ক বার্তায় আতঙ্ক ছড়িয়েছে বাজারে।

ইসমাইল ইকবাল সিকিউরিটিজের সিইও আহফাজ মুস্তাফা বলেন, ‘মন্ত্রীদের বক্তব্যে বাজারে ভীতি তৈরি হয়েছে। সবাই নিরাপদ আশ্রয়ে চলে যেতে চাইছে।’

টপলাইন সিকিউরিটিজের সিইও মোহাম্মদ সোহেলও বলেন, ‘এই অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা খুবই সতর্ক আচরণ করছেন।’

/এমএমএইচ

Exit mobile version