Site icon Jamuna Television

শেখ রেহানা-জয়-পুতুল-রাদওয়ান-আজমিনা সিদ্দিকের সম্পদ ক্রোকের নির্দেশ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়েমা ওয়াজেদ পুতুল এবং ছোট বোন শেখ রেহানা ও তার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের স্থাবর সম্পদ জব্দ ও রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩০ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

ক্রোককৃত সম্পত্তির মধ্যে রয়েছে— রাজধানীর বারিধারায় সায়মা ওয়াজেদ পুতুলের নামে থাকা ৪ কোটি ৯৮ লাখ টাকা মূল্যের প্লট, খুলনার দিঘলিয়ায় শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের নামে থাকা ৬১ লাখ ৮৭ হাজার টাকার জমি এবং রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকির নামে থাকা থাকা ৮৭ দশমিক ৭০ শতাংশ জমি। শেখ রেহানার নামে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থাকা ১৯ শতাংশ জমি।

এর আগে, গতকাল মঙ্গলবার সায়মা ওয়াজেদ পুতুলের নামে রাজধানীর গুলশানে থাকা একটি ফ্ল্যাট জব্দেরও আদেশ দেয়া হয়।

/আরএইচ/এমএন

Exit mobile version