Site icon Jamuna Television

বুয়েটের কনসার্ট থেকে বাদ, যা বললেন ন্যান্সি

‘রাজনৈতিক শিল্পী’ আখ্যা দিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্লাবের একটি কনসার্টের শিল্পী তালিকা থেকে নিজের নাম বাদ দেয়ার অভিযোগ তুলেছেন কণ্ঠশিল্পী ন্যান্সি।

আজ বুধবার (৩০ এপ্রিল) সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস দিয়ে তিনি এ অভিযোগ করেন।

স্ট্যাটাসে ন্যান্সি লেখেন, আজ সন্ধ্যায় বুয়েট ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠানে আমার গান পরিবেশন করার কথা। গতরাতে জানতে পারি, শিল্পী তালিকা থেকে আমাকে বাদ দেয়া হয়েছে। কারণ হিসেবে আয়োজক (সংগত কারণেই তার নাম বলছি না) হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমায় যা জানিয়েছেন, সেটা হুবহু তুলে ধরা হলো–

“আজ হঠাৎ বুয়েট ক্লাবে আসতে বললেন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ভাই। এসে শুনি, দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। …কালকের প্রোগ্রামে কোনো ‘রাজনৈতিক শিল্পী’ এলে বিপরীত সমর্থকরা প্রোগ্রাম বয়কট করবে। ক্যান্ডিডেট ভাই তাই এটার জন্য আপনার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন! আমিও ভীষণ দুঃখিত।”

এ কণ্ঠশিল্পী আরও লেখেন– বুয়েট ক্লাবের সদস্যরা কি হঠাৎ করেই আমার রাজনৈতিক মতাদর্শ জানতে পারলেন? রাজনৈতিক পরিচয় থাকলে কি এভাবে একজন শিল্পীকে অসম্মান করা যায়? আমি কি যেচে অনুষ্ঠানটি করতে চেয়েছিলাম, নাকি আপনারা অতি আগ্রহী ছিলেন? বুয়েট পরিবার পরিচয়ে কোনো অগ্রীম সম্মানি না দিয়ে অযৌক্তিক অজুহাতে অনুষ্ঠান বাতিল কি কোনো প্রফেশনাল আচরণের মধ্যে পড়ে?

আয়োজকদের উদ্দেশে পুরো সম্মানি তার বাসায় পাঠিয়ে দেয়ার কথা বলে ন্যান্সি লেখেন, অনুষ্ঠানের একটি প্রোমো ভিডিও তারা তৈরি করেছিল, যেখানে আমার নামের আগে বিশেষণ দেয়া হয়েছে ‘মেলোডি কুইন’। আপনারা পারেনও বটে!

/এএম

Exit mobile version