মাদারীপুরে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

|

স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর:

মাদারীপুরের কালকিনিতে হাতকড়াসহ পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে র‍্যাব ও কালকিনি থানা পুলিশের যৌথ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।

ওসি জানান, গত ১০ এপ্রিল রাতে কালকিনির মাছবাজার এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করে পুলিশ। তাদের হাতে হাতকড়া পরানোর পর পুলিশের ওপর হামলা চালায় তাদের সহযোগীরা। পরে আসামিদের ছিনিয়ে নেয়া হয়। এ সময় ৪ পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে কালকিনি থানায় মামলা করা হয়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ পলাতক আসামিকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায় এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে আসামি আল আমিনকে গ্রেফতার করা হয়। এ পর্যন্ত এই মামলায় ৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply