Site icon Jamuna Television

ইরানের বন্দরে বিস্ফোরণ: ইসরায়েলের জড়িত থাকার ইঙ্গিত দিলেন দেশটির সেনা কর্মকর্তা

ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলের জড়িত থাকার ইঙ্গিত দিলেন দেশটির এক সেনা কর্মকর্তা। খবর সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের।

স্থানীয় এক টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার জেনারেল আমির আভিভি বলেন, ব্যালেস্টিক মিসাইলের জ্বালানি ধ্বংস হয়েছে। কাজেই এটি দুর্ঘটনার চেয়ে পরিকল্পিত হামলা হওয়ার সম্ভাবনা বেশি। যুক্তরাষ্ট্রের হুতিবিরোধী অভিযানের পরে ইরানেও বড় ধরনের হামলার আহ্বান জানান এই সেনা কর্মকর্তা।

উল্লেখ্য, গত শনিবার (২৬ এপ্রিল) শহীদ রাজাই বন্দরে মিসাইল ফুয়েলে বিস্ফোরণে প্রাণ হারায় ৭০ জনের বেশি মানুষ। প্রাথমিকভাবে ইরানের দাবি, নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

/এএম

Exit mobile version