Site icon Jamuna Television

মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে ইনিংস ব্যবধানে জিতলো টাইগাররা

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সফরকারী জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এতে ঘরের মাঠে দীর্ঘ ১৭ মাস পর জয়ের দেখা পেলো লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচ জয়ের পাশাপাশি ১-১ সমতায় সিরিজ শেষ করলো বাংলাদেশ।

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশ দল যেভাবে খেলেছে, বিশেষ করে মেহেদী হাসান মিরাজ আর তানজিম হাসান সাকিব; তাতেই এই টেস্টে জিম্বাবুয়ের এফিটাফ লেখা হয়ে গিয়েছিল অনেকটাই।

৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে আগের দিনের দুই সেট ব্যাটার তাইজুল ও মিরাজ। দলীয় ৩৪২ রানের সময় ব্যক্তিগত ২০ রানে তাইজুল আউট হলে ভাঙে দুজনের ৬৩ রানের জুটি।

এরপর অভিষিক্ত তানজিম সাকিবের সঙ্গে মিরাজ গড়েন ৯৬ রানের জুটি, বাংলাদেশি হিসেবে টেস্ট অভিষেকে দশ নম্বরে নেমে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন তানজিম। তার আউটের খানিকবাদে সেঞ্চুরি তুলে নেন মিরাজ। ১০৪ রানের অনবদ্য ইনিংস খেলার পথে পেরিয়েছেন টেস্ট ক্যারিয়ারের দুই হাজারতম রান।

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে দুই হাজার রান আর দুইশো উইকেটের মাইলফলক স্পর্শ করলেন মিরাজ। তার নৈপুণ্যে বাংলাদেশের লিড দাড়ায় ২১৭। সফরকারীদের হয়ে পাঁচ উইকেট নেন অভিষিক্ত ভিনসেন্ট মাসেকেসে।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রীতিমতো বিপর্যয়ে পড়ে রোডেশিয়ানরা। স্কোরবোর্ডে দলীয় ৬৯ রান তুলতেই জিম্বাবুয়ের টপ-মিডল অর্ডার ফিরে গেছে প্যাভিলিয়নে। সবমিলিয়ে জিম্বাবুয়ের ইনিংস থামে ১১১ রানে। বাংলাদেশের জয় ইনিংস ও ১০৬ রানে। মিরাজের ফাইফারের পাশাপাশি তাইজুল তুলে নেন তিন উইকেট।

উল্লেখ্য, আগামী আগস্টে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

/এমএইচআর

Exit mobile version