Site icon Jamuna Television

ব্রাজিল যাত্রা ভেস্তে যাচ্ছে আনচেলত্তির?

বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল, ব্রাজিলের জাতীয় দলের কোচ হওয়ার দ্বারপ্রান্তে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু রাতেই বদলে যায় সব। হঠাৎ করেই খবর আসে, রিয়াল মাদ্রিদ ছাড়া হচ্ছে না আনচেলত্তির। রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের ইশারাতেই রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে না ইতালিয়ান মাষ্টারমাইন্ডের।

ক্লাব ছাড়লেও চুক্তি অনুযায়ী ২০২৬ সালের জুন পর্যন্ত পুরো পারিশ্রমিক দেয়ার কথা ছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু শেষ সময়ে এতে অস্বীকৃতি জানান রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লেরেন্তিনো পেরেজ। এক্সিট ফি দেয়ার ব্যাপারে রিয়ালের বাকি সব পরিচালক ইতিবাচক থাকলেও বেঁকে বসেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লেরেন্তিনো পেরেজ। আনচেলত্তিকে ২০২৬ পর্যন্ত চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে জানানো হয়, ক্লাব বিশ্বকাপেও রিয়ালের ডাগআউট সামাল দিতে হবে তাকেই।

এখানেই আপত্তি ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ)। চুক্তি প্রস্তাবের শুরু থেকেই ব্রাজিলের শর্ত ছিল, জুন থেকেই ডাগআউটে আসতে হবে আনচেলত্তিকে। তবে ব্রাজিলের দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং ব্রাজিলিয়ান ফেডারেশনের নাজুক পরিস্থিতির কারণেই আনচেলত্তির আগ্রহ নাকি কমে যায় ব্রাজিলের প্রতি।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর খবর অনুযায়ী, আনচেলত্তিকে নিয়ে আসার আলোচনা ভেস্তে যাওয়ার পর সিবিএফের ‘প্ল্যান বি’তে ফেবারিট এখন সৌদি প্রো লিগের দল আল হিলালের কোচ জর্জ জেসুস।

/এএম

Exit mobile version